মঙ্গলবার | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে বোমা তৈরির সরঞ্জামসহ দুই জঙ্গি গ্রেপ্তার : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহ আলী এলাকা থেকে সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনার ক্রাইম (সিটিটিসি)। তারা হলেন- রেজুয়ানুল ইসলাম ও সহযোগী মো. নাহিদ। এসময় তাদের কাছ থেকে অসংখ্য বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন ডিএমপির নবনিযুক্ত মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, আমাদের অভিযান চলমান আছে। গ্রেপ্তারের সংখ্যা বাড়তে পারে। পরে বিস্তারিত জানানো হবে।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team