শুক্রবার | ১৭ জানুয়ারি, ২০২৫ | ৩ মাঘ, ১৪৩১

পুতিনের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সে ছবি প্রকাশ করেছে রাশিয়ার থাকা ভারতীয় দূতাবাস।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউক্রেন সফরের দুই সপ্তাহ পরি রশিয়া সফরে যান অজিত দোভাল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় মোদি বলেছিলেন, চলমান যুদ্ধের অবসান ঘটাতে সময় নষ্ট না করে ইউক্রেন এবং রাশিয়া উভয়কেই একসঙ্গে বসতে হবে। ভারত ওই অঞ্চলে শান্তি পুনরুদ্ধার করতে “সক্রিয় ভূমিকা” পালন করতে প্রস্তুত বলেও জানান মোদি।

এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মূলত দোভালের রাশিয়া সফরের লক্ষ্য রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিরসন। পুতিনের জন্য নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেয়া শান্তি পরিকল্পনা দোভাল বহন করেছেন বলেও জানায় ওই সূত্র।

এনডিটিভি বলছে, আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে আশা করা হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা বার্ষিক ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় যাবেন। ২২ অক্টোবর ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার প্রস্তাব করেছেন বলেও জানিয়েছে গণমাধ্যমটি। রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, বৈঠকের বিষয়ে পুতিন বলেছেন, “আমরা আমাদের ভালো বন্ধু মোদির জন্য অপেক্ষা করছি এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছি।”

এর আগে আলোচনার ফাঁকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগুর সঙ্গে সাক্ষাৎ করেন অজিত দোভাল। পরে রাশিয়ার ভারতীয় দূতাবাস জানায়, মস্কো-দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে তাদের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেছেন তারা।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM