বিনোদন ডেস্ক: ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে অস্বস্তিতে পড়েন বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েনকা। সম্প্রতি সেই অভিজ্ঞতা নিয়েই কথা বললেন তিনি। অভিনেতা রাহুল বসুর সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন অনুপ্রিয়া। সেই দৃশ্যে অভিনয় করা নাকি মোটেই সহজ ছিল না বলেও জানান অভিনেত্রী।
ছবির সেটে এমনিতে কথাবার্তা বলতেন রাহুল। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যের আগে নাকি রাহুলেরা আচরণ বদলে যেত, এমনটিই জানালেন অনুপ্রিয়া।
অনুপ্রিয়া জানান, রাহুল খুবই লজ্জা পাচ্ছিলেন। তার কথায়, ‘আমরা তখন শ্যুটিং করছিলাম না। কয়েকটি স্থিরচিত্রের জন্য ছবি তুলছিলাম। বলে বোঝাতে পারব না, তিনি (রাহুল) কতটা লজ্জা পাচ্ছিলেন। আমার ওকে ওই ভাবে দেখতে ভালই লাগছিল। যদিও বিষয়টাই খুব অস্বস্তিকর ছিল।’
অনুপ্রিয়া জানান, তিনি রাহুলের অভিনয়ের অনুরাগী। তাই তাকে লজ্জা পেতে দেখে সেই মুহূর্তটা উপভোগ করছিলেন তিনি। রাহুলের সঙ্গে বিষয়টি নিয়ে রসিকতাও করছিলেন। অভিনেত্রী বলেন, ‘ওই মুহূর্তে তিনি অস্বস্তি বোধ করলেও ছবিগুলি খুব সুন্দর উঠেছিল।’ রাহুলকে লজ্জা পেতে দেখে মনে মনে নিজেও সামান্য ভয় পেয়েছিলেন অনুপ্রিয়া।
রাহুলের প্রতি ভালোলাগার কথা প্রকাশ করে অনুপ্রিয়া বলেন, ‘ছোটবেলায় আমাদের প্রত্যেকেরই একজন পছন্দের তারকা থাকেন, যাকে নিয়ে আমরা নানা কল্পনা করি। আমার জন্য এই পছন্দের তারকা ছিলেন রাহুল বসু।’ অনুপ্রিয়া জানান, এক সময় মনে মনে রাহুলের সঙ্গে অভিনয় করার জন্য প্রার্থনা করেছিলেন তিনি।
উল্লেখ্য, ‘বার্লিন’-এ রাহুল ও অনুপ্রিয়া ছাড়াও রয়েছেন অপারশক্তি খুরানা, ইশওয়াক সিংহ, কবীর বেদি। ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তি পাচ্ছে ১৩ সেপ্টেম্বর।
একে