স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পেকে সতর্ক করে দিলেন তার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। পিএসজি আর রিয়াল মাদ্রিদে খেলার চাপ যে এক নয়, ফরাসি তারকাকে সে বার্তা দিয়েছেন তিনি। তবে লিগ ওয়ানের তুলনায় লা লিগার পরিবেশ কঠিন হলেও সেখানে এমবাপ্পে ভালো করবেন বলেই আশাবাদী রোনালদো।
বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা এমবাপ্পে। অনেক নাটকীয়তা আর দীর্ঘ চেষ্টার পর গত দলবদলে নিজের পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। তার আগে ৭ মৌসুম খেলেছেন ফরাসি ক্লাব পিএসজির হয়ে। ক্লাবটির হয়ে ৩০৮ ম্যাচ খেলে ২৫৬ গোল করার পাশাপাশি ১০৮ অ্যাসিস্ট করেছেন তিনি। সেখানে স্কোর করা তার জন্য একপ্রকার ডাল-ভাত হয়ে গিয়েছিল। কিন্তু রিয়ালে যোগ দেয়ার পর পিএসজির সে এমবাপ্পেকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। লা লিগায় অভিষেকের পর প্রথম তিন ম্যাচেই কোনো গোলের দেখা পাননি তিনি। সতীর্থদের গোলেও সহায়তা করতে পারেননি। তবে চতুর্থ ম্যাচে তিনি গোলের দেখা পান এবং রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটিতে জোড়া গোল করেন।
সাবেক রিয়াল তারকা রোনালদো সতর্ক করে রাখলেন তাকে আইডল মানা এমবাপ্পেকে। জানিয়েছেন, পিএসজি আর রিয়াল মাদ্রিদের পরিবেশ একই নয়। তবে তার বিশ্বাস, যত কঠিন হোক, এমবাপ্পে সেখানে ভালো করবে।
সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রিও ফার্দিনান্দকে দেয়া এক সাক্ষাতকারে এমবাপ্পের রিয়াল অধ্যায় নিয়ে রোনালদো বলেন, ‘আপনাকে বলে রাখি, রিয়াল মাদ্রিদ কিন্তু পিএসজি নয়। কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে যেটা পেয়েছে সেটার তুলনায় রিয়াল মাদ্রিদে খেলার চাপ ভিন্ন। এখানকার পরিবেশ ভিন্ন। কিন্তু আমি বিশ্বাস করি, সে ভালো করতে পারবে।’
রিয়ালের সুন্দর কাঠামো আছে দাবি করে রোনালদোর প্রত্যাশা, সেখানে এমবাপ্পে ভালোভাবে মানিয়ে নিতে পারবেন। তিনি বলেন, ‘তাদের একজন দুর্দান্ত কোচ (কার্লো আনচেলত্তি) এবং সভাপতি, ফ্লোরেন্তিনো (পেরেজ), যিনি বহু বছর ধরে আছেন। যেহেতু প্রতিভা আছে আমি মনে করি তার মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না।’
ইউনাইটেড ছেড়ে ২০২৩ সালে আল নাসরে যোগ দেয়ার আগে ৯ মৌসুম রিয়ালের হয়ে খেলেছেন রোনালদো। তাই লস ব্লাঙ্কোদের সম্পর্কে ভালোই ধারণা আছে তার। ক্লাবটির হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। তার পাঁচ ব্যালন ডি’অরের চারটিই এসেছে ক্লাবটিতে থাকাকালীন।
এমবাপ্পেও খুব শিগগিরই ব্যালন ডি’অর জিতবে বলে বিশ্বাস রোনালদোর। পরবর্তী ব্যালন ডি’অর জয়ীর তালিকায় তিনি এমবাপ্পে ছাড়া রেখেছেন আর্লিং হলান্ড, জুড বেলিংহ্যাম ও লামিন ইয়ামালকে।
তবে এমবাপ্পে যোগ দেয়ার পর রিয়াল আগের চেয়ে শক্তিশালী হবে কি না সে বিষয়ে নিশ্চিত নন পর্তুগিজ তারকা। তিনি বলেন, ‘আপনি যদি জানতে চান, মাদ্রিদ আরও ভালো হবে কি না? আমরা জানি না। এমবাপ্পে এখন সেখানে আছে, আমি মনে করি মাদ্রিদ শক্তিশালী থাকবে, কিন্তু আমি জানি না তারা গত বছরের চেয়ে শক্তিশালী হবে কি না। সেটা শুধু সৃষ্টিকর্তা জানেন।’
একে