স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে পাল্টে যাচ্ছে প্রতিটি সেক্টর। পালাবদলের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বোর্ড সভাপতি থেকে শুরু করে পরিচালক, নানা পদে এসেছে পরিবর্তন।
বিসিবির সভাপতি হয়েছেন ফারুক আহমেদ, নাজমুল আবেদীন ফাহিম নতুন করে পরিচালক হয়েছেন। গুঞ্জন রয়েছে বিসিবির দায়িত্বে আসতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। যাতে কিছুটা হাওয়া যোগ করে হঠাৎ বিসিবিতে তামিমের উপস্থিতি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনভর জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করেছেন। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার পর ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর বিসিবি সভাপতির সঙ্গে তাদের আলাদা আলোচনা করতে দেখা যায়। যেখানে বর্তমানে খেলার মধ্যে থাকা ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন তামিমও। যা নিয়ে গুঞ্জনের ডালপালা চলমান থাকায় প্রশ্ন উঠেছে বিসিবি সভাপতির সামনেও।
ওই বৈঠক শেষে বিসিবি থেকে বেরিয়ে যাওয়ার পথে ফারুক আহমেদ বলেন, ‘দেশের পরিস্থিতি তো সবাই জানেন। ওরাও (ক্রিকেটাররা) তো দেশের বাইরের কেউ না। খেলা নিয়ে সবার একটা দুশ্চিন্তা ছিল। তাই বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ- এসব নিয়ে কথা বলেছে।’
এটা ছিল ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকের প্রসঙ্গ, সেখানে তামিম উপস্থিত থাকার সুনির্দিষ্ট কারণ জানতে চান সাংবাদিকরা। জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘এমনিতে দেখা করতে আসছিল। সে তো আমার সবচেয়ে কাছের, যে প্লেয়ারদের সঙ্গে লম্বা সময় কাটিয়েছে। তাদের সঙ্গেই এসেছে, দেখা করেছে।’
একে