সোমবার | ১১ নভেম্বর, ২০২৪ | ২৬ কার্তিক, ১৪৩১

ভারতে অজানা জ্বরের হানা, শিশুসহ ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অজানা জ্বরের ভয়াবহ সংক্রমণ দেখা দিয়েছে। এতে দেশটিতে অন্তত চার শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) চীনের সংবাদমাধ্যম চিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া চার শিশুর সকলের বয়স ১২ বছরের কম। ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলার বেশি কয়েকটি গ্রামে এ জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এলাকাটি রাজ্যের রাজধানী থেকে ৩৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রাথমিক কারণ সম্ভবত নিউমোনিয়া। তবে আক্রান্ত রোগীদের জ্বরের সঙ্গে শ্বাসকষ্টও দেখা দিয়েছে। স্থানীয় কয়েকটি পঞ্চায়েতের সদস্যদের দাবি, চিকিৎসকেরা জ্বরের কারণ নির্ণয় করতে পারেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অসুস্থ রোগীদের দেখতে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল। তিনি জানান, জ্বরের উপসর্গ নিউমোনিয়ার মতো দেখা দিয়েছে। তবে কী কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন তা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, প্রবল ঝড়বৃষ্টির পরই গুজরাটের কচ্ছ জেলার লাখপতের কয়েকটি গ্রামে ঘরে ঘরে এ জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে জ্বরের সঙ্গে রোগীদের শ্বাসকষ্টও রয়েছে। ১২ বছরের কম বয়সীদের মধ্যে জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বর্ষাকালে ম্যালেরিয়া, ডেঙ্গু, নিউমোনিয়ার মতো বিভিন্ন ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তবে এবার এই রোগের ছড়িয়ে পড়ার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

এলাকাটিতে এরই মধ্যে জ্বরের কারণ খুঁজে বের করতে বিশেষ পর্যবেক্ষক দল কাজ শুরু করেছে। রোগীদের রক্ত ও লালা পরীক্ষা করে সংগ্রহ করা হচ্ছে। তবে বিষয়টি ছোঁয়াচে নয় বলে জানিয়েছে প্রশাসন।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM