বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিব্রতকর রেকর্ডে নাম লেখাল আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট

স্পোর্টস ডেস্ক: যা ধারণা করা হয়েছিল তাই হয়েছে। বৃষ্টির কারণে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের শেষ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে একটি বল না হয়েই শেষ হল আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট। তার পাশাপাশি বিব্রতকর রেকর্ডেও নাম লেখাল ম্যাচটি।

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ম্যাচটির শেষ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল ৯টায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তার বার্তায় শেষ দিনের খেলা বাতিলের ঘোষণা দেয়া হয়।

সেই বার্তায় বলা হয়েছে, ‘এখনও বৃষ্টি হচ্ছে গ্রেটার নয়ডায় এবং মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ড পঞ্চম দিনের খেলা ম্যাচ কর্মকর্তারা পরিত্যক্ত ঘোষণা করেছেন।’

ফলে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টটির টস পর্যন্ত অনুষ্ঠিত হতে পারল না। যার ফলে এক বিব্রতকর রেকর্ডে নাম লেখাল আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট। টেস্ট ইতিহাসে কোনো বল না হয়ে অষ্টম কোনো ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বল মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্তের ঘটনা ঘটে ১৮৯০ সালে। আর সবশেষ ১৯৯৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্টে এমন ঘটনা ঘটেছিলো।

আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের জন্য বেঙ্গালুরুর ও কানপুরকে ভেন্যু করার প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। তবে আফগান বোর্ড বেছে নেয় গ্রেটার নয়ডাকে। সেই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখেও পড়তে হচ্ছে আফগান ক্রিকেট বোর্ডকে।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team