শনিবার | ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে বসে থাকতে মন চাই: মাহি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করে জানান যে, পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে তার বসে থাকতে মন চায়।

পোস্টের ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘মাঝে মাঝে আমার তামিল মহিলাদের মতো অযথা পা থেকে মাথা পর্যন্ত গয়নাগাটি পরে বসে থাকতে মন চাই, এতে মনটা একটু ভালো ভালো লাগে আরকি।’

নিপু বারুণ নামে একজন পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমার তো তামিল নায়কদের মতো উইড়া উইড়া ফাইট করতে মন চাই।’

রুবিনা আক্তার নিঝুমের ভাষ্য, ‘মন ভালো রাখার জন্য যা করতে মন চায় করো।’

অনেকেই আবার মাহির সঙ্গে একাত্মাতা পোষণ করে বলেন, আমাদেরও মন চায় এভাবে গয়না পরে বসে থাকতে।

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।

একে

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team