স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের আগামী দিনের তারকা হিসেবে যাদের নাম সামনে আসে, স্পেনের লামিনে ইয়ামাল তাদের মধ্যে অন্যতম। আগের মৌসুমে রীতিমতো জাদু দেখিয়েছেন বার্সেলোনার হয়ে। মাঝখানে স্পেনের হয়ে জিতেছেন ইউরো। পেয়েছেন সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতিও। দ্যুতি ছড়াচ্ছেন এই মৌসুমেও। স্পেনের ইউরো–জয়ের অন্যতম নায়ক এবার কথা বললেন তার ক্লাবের সাবেক খেলোয়াড় মহাতারকা মেসিকে নিয়ে।
ইয়ামালকে অনেকেই মেসির সঙ্গে তুলনা করছে। ভাবা হচ্ছে একদিন সে এলএম টেনকে ছাড়িয়ে যাবেন। তবে এ ব্যাপারে ইয়ামাল বলেছেন, ‘আমি মেসি না, ইয়ামাল হতে চাই।’
লামিন ইয়ামাল বলেন, ‘আমি নিজেকে ইতিহাসের সেরা লিও মেসির সাথে তুলনা করতে পছন্দ করি… কিন্তু আমি লামিন ইয়ামাল হতে চাই, কারণ মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব’।
‘আমি এখানে (বার্সেলোনা) নিজের ইতিহাস গড়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব… সে (মেসি) আমাকে ছোটবেলায় তার কিছু সুপার পাওয়ার দিয়েছে!’
১৭ বছর বয়সী ইয়ামালের সামনে লম্বা পথ। তবে এরই মধ্যে বার্সার হয়ে লা লিগা, স্পেনের হয়ে ইউরো জিতেছেন। সামনে অফুরন্ত সম্ভাবনা। হয়তো একদিন সুযোগ পাবে মেসি হওয়ার কিংবা ইয়ামাল হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করার।
একে