শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে আহত ফুটবলার ইয়ামালের বাবা

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার হয়ে খেলতে নেমে আলোচনায় আসলেও, সদ্য শেষ হওয়ার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের জাত চিনিয়েছেন তরুণ স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল। স্পেনকে ইউরোর শিরোপা জিতিয়ে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন এই ১৭ বছর বয়সী ফুটবলার। এবার আলোচিত এই ফুটবলারের বাবা ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’র প্রতিবেদন থেকে জানা গেছে, বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দায় এ ঘটনা ঘটেছে। ইয়ামাল এখানেই বড় হয়েছেন এবং তার বাবা ও দাদি এখানেই বসবাস করেন।

অন্যদিকে বেইন স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ছুরিকাঘাতে আহত হওয়ার পর নাসরাউয়ি নিজেই স্থানীয় হাসপাতালে ছুটে গিয়েছিলেন। তার অবস্থা গুরুতর হলেও প্রাণের সংশয় নেই। এ ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছে কাতালান আঞ্চলিক পুলিশ।

এমবাপ্পের অভিষেক রাঙানোর দিনে সুপার কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ দেশটির আরেকটি গণমাধ্যম বলছে, এ ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বের কোনো এক তর্কের জেরে এমন ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতালুনিয়ার মাতারো অঞ্চলে পোষা কুকুরকে নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হাঁটছিলেন ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি। সেখানে কিছু লোকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর লোকগুলো ফিরে এসে তাকে আক্রমণ করে এবং একাধিকবার ছুরিকাঘাত করে ফেলে চলে যায়।

 

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team