মঙ্গলবার | ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

নিজস্ব প্রতিবেদক: যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন প্রকারের ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে এখন পর্যন্ত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদফতর জানায়, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন মোট অস্ত্র উদ্ধার ১৪৪টি। এ সময় ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি রিভলভার, ৪১টি পিস্তল, ১১টি রাইফেল, ১৭টি শটগান, ৫টি পাইপগান, ১৯টি শুটারগান, ১০টি এলজি, ২২টি বন্দুক, ১টি একে ৪৭, ১টি গ্যাসগান, ১টি চাইনিজ রাইফেল, ১টি এয়ারগান, ৩টি এসবিবিএ, ৩টি এসএমজি ও ১টি টিয়ার গ্যাস লঞ্চার। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team