বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১

ব্যালন ডি’অর জেতার কোনো সম্ভাবনাই দেখছি না: ইয়ামাল

স্পোর্টস ডেস্ক: এবারের ব্যালন ডি’অরের জন্য ইতোমধ্যেই ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, আর্লিং হলান্ডদেরই এগিয়ে রাখছেন বেশির ভাগ মানুষ। তবে কেউ কেউ তরুণ লামিনে ইয়ামাল বা নিকো উইলিয়ামসদেরও এই পুরস্কারের দৌড়ে রাখছেন।

অবশ্য ইয়ামাল এবার ব্যালন ডি’অর জয়ে নিজের কোনো সম্ভাবনা দেখছেন না। ‘এল হরিমিগুয়েরো’ নামের এক টেলিভিশন অনুষ্ঠানের সাক্ষাৎকারে ইয়ামাল তার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘আমরা নিকোর সঙ্গে তালিকায় আছি। প্রথমে তার নাম এসেছে, পরে আমার। আমার ব্যালন ডি’অর জয়ের কোনো সম্ভাবনা নেই।’

১৭ বছর বয়সী ইয়ামাল মূলত ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন স্পেনের হয়ে সর্বশেষ ইউরোতে দুর্দান্ত খেলে। স্পেনের ২০২৪ ইউরো জয়ে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। বার্সার হয়েও দুর্দান্ত এই তরুণ ফুটবলার। এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM