আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন। তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন। এবার সে তালিকায় যুক্ত হলেন ইসরায়েলের সেনাপ্রধান চিফ অব স্টাফ হারজি হালেভি। আগামী ডিসেম্বর নাগাদ পদত্যাগ করবেন তিনি। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ওই হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সে ঘটনায় ব্যর্থতার দায়ে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের চ্যানেল-১২ এ হালেভির সিদ্ধান্তের কথা জানিয়ে এ খবর প্রকাশ করেছে।
ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন।
ইসরায়েলের ইতিহাসে অন্যতম ভয়াবহ ওই হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে এরই মধ্যে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এই তালিকায় নিরাপত্তা সংস্থা শিন বেতের দক্ষিণাঞ্চলীয় জেলার প্রধান এবং ইসরায়েলি সেনাবাহিনীর স্থল বাহিনীর প্রধানও রয়েছেন। এআরএস