শনিবার | ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক হার্ট প্রতিস্থাপন করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সফলভাবে বিশ্বের প্রথম রোবোটিক উপায়ে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে সোদি আরবে। ১৬ বছর বয়সি এক কিশোরের শরীরে করা এই আধুনিক অস্ত্রোপচারের জন্য কিশোরের বুক কাটার প্রয়োজন হয়নি। ছোট ছিদ্র করে আড়াই ঘণ্টায় জটিল এই অপারেশন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ পদ্ধতিতে কম থাকবে অস্ত্রোপচারের পরের সম্ভাব্য জটিলতা। এ ছাড়া, রোগী তাড়াতাড়ি সুস্থও হয়ে উঠবে এই রোবোটিক হৃদপিণ্ড প্রতিস্থাপনে।

সংবাদমাধ্যম আল-আর‌্যাবিয়া জানিয়েছে, সৌদি আরবের কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে (কেএফএসএইচআরসি) সফলভাবে এই আধুনিক অস্ত্রোপচারটি করা হয়েছে। সৌদি কার্ডিয়াক ডা. ফেরাস খলিল এই অস্ত্রোপচারের নেতৃত্ব দিয়েছেন।

এমন ঘটনা সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। অত্যাধুনিক হৃৎপিণ্ড প্রতিস্থাপনের এ ঘটনা চিকিৎসাবিজ্ঞানে নতুন এক অধ্যায় যোগ করল।

হৃদরোগে আক্রান্ত ১৬ বছর বয়সি এক কিশোরের শরীরে এই প্রতিস্থাপন করা হয়েছে। রোবোটিক টেকনোলোজির সহায়তায় বুক না কেটে কেবল ৬ থেকে ৭ সেন্টিমিটারের একটি ছিদ্র করেই এই অস্ত্রোপচার করা হয়েছে। আর এতে সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা।

জানা গেছে, গত কয়েক সপ্তাহে এই অস্ত্রোপচার নিয়ে বিস্তর পরিকল্পনা করা হয়েছে। এ পদ্ধতিতে হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রোগি দ্রুত সুস্থ হয়ে ওঠার পাশাপাশি সম্ভাব্য জটিলতাগুলোতেও কম ভোগে।

এর আগেও গেল বছর কেএফএসএইচআরসি হাসপাতালটি সম্পূর্ণ রোবোটিক লিভার প্রতিস্থাপন করে আলোচনায় এসেছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশেষায়িত এই হাসপাতালটি গত চার দশক ধরে সফলভাবে অঙ্গ প্রতিস্থাপন করেছে।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team