জেলা প্রতিনিধি : বান্দরবানের ম্যাকছি ঝিড়িতে অজ্ঞাতপরিচয়ের একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি ছিল মাথা ও হাতবিহীন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপরে ৩ নম্বর থানছি বাসস্টেশন মারমা শ্মশানের পাশে ম্যাকছি ঝিড়িতে এ মরদেহ পড়ে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি পরা মাথা ও হাতবিহীন গলিত মরদেহ দেখা যায়। মরদেহ পচে গেলেও শুধুমাত্র পা বোঝা যাচ্ছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ যাচ্ছে।