শুক্রবার | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে আগামীকাল রবিবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের আওতায় সারা দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে চাল, ভোজ্য তেল ও মসুর ডাল বিক্রি করা হবে।

শনিবার টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কার্ডধারী এক কোটি পরিবার সারা দেশের সিটি করপোরেশন, জেলা উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দেকান বা তাদের নির্ধারিত স্থায়ী স্থাপনা (বিক্রয়কেন্দ্র) থেকে পণ্য কিনতে পারবেন।

এ দফায় পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার (রাইস ব্র্যান) তেল, পাঁচ কেজি চাল, দুই কেজি করে মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন বা কুঁড়ার তেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ দামে বিক্রি করবে টিসিবি। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team