শনিবার | ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সালমান-রাশমিকার আইটেম গানে ২০০ নৃত্যশিল্পী

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো ‘সিকান্দার’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। সিনেমায় একটি আইটেম গান রাখা হয়েছে। যেখানে সালমান-রাশমিকার সঙ্গে পারফর্ম করেছেন ২০০ নৃত্যশিল্পী।

‘সিকান্দার’ নির্মাণ করছেন এ আর মুরুগাদোস। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন সালমান। গানটির সংগীতায়োজন করেছেন প্রীতম। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে হতে জানা গেছে, গানটিতে সালমান-রাশমিকার সঙ্গে নেচেছেন ২০০ নৃত্যশিল্পী। গানটিতে গলায় চেইন, কানে দুল, ফুলহাতা শার্ট ও ডেনিমের প্যান্ট পরে গানে নেচেছেন সালমান। অন্যদিকে সালোয়ার কামিজে দেখা গেছে রাশমিকাকে।

মুম্বাইয়ের ধারাভি বস্তির আবহে নির্মিত হয়েছে আইটেম গানটি। আগামী অক্টোবর পর্যন্ত মুম্বাইয়ে চলবে ‘সিকান্দার’র শুটিং। চলতি বছরের শেষের দিকে দুটি রোমান্টিক গানের শুটিংয়ের জন্য ইউরোপে যাবে সিনেমাটির টিম।

‘সিকান্দার’ সিনেমায় সালমান-রাশমিকার ছাড়া আরও রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত ১২ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। ২০২৫ সালের ঈদে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team