মঙ্গলবার | ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লাঞ্চের পর কাজ না করায় ফ্যাক্টরি ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় হা-মীম গ্রুপ নামে একটি কারখানার শ্রমিকরা লাঞ্চের পর কাজ না করায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত হা-মীম গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকেই শ্রমিকরা কারখানার কাজে নিয়োজিত ছিলেন। দুপুরে লাঞ্চের জন্য তারা ফ্যাক্টরি তেকে বেরিয়ে যান। পরবর্তীতে দুপুর ২টার দিকে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মতবিরোধ থাকায় ফ্যাক্টরিতে না ঢুকে ফ্যাক্টরি সামনে অবস্থান করেন।

এ সময় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কাজে যোগদান করার আহ্বান জানায় কর্তৃপক্ষ। শ্রমিকরা কাজে যোগদান না করায় বেলা সোয়া ৩টার দিকে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team