রবিবার | ৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২

ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীর খাবারে বিষ!

নিজস্ব প্রতিবেদক: ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীর খাবারে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীর মান্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষার্থীর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাকে রিক্সায় করে নিয়ে যাচ্ছেন অপর এক যুবক। পথিমধ্যে মুগদার আশ-শিফা ডায়াগস্টিক সেন্টারের সামনে পথচারীরা রিক্সা থামিয়ে জানতে চান, কী হয়েছে? উত্তরে ওই যুবক বলেন, উনি রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। অপরিচিত এক ব্যক্তি ওনাকে বিরিয়ানি খেতে দিয়েছেন। ওই বিরিয়ানিতে বিষ ছিল। এরপর বিরিয়ানির সেই প্যাকেটটিও দেখান ওই যুবক। এসময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেন পথচারীরা।

একই ভিডিও ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে শিয়ার করা হয়েছে। সেসব পোস্টে অপরিচিত কারো দেওয়া খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা। তবে কে বা কারা ওই শিক্ষার্থীকে বিষ মেশানো খাবার দিয়েছে তা জানা যায়নি। একই সঙ্গে ঘটনাটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM