বুধবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬ ফাল্গুন, ১৪৩১

ভাগ্যের জোরে সোসিয়েদাদকে হারাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: এই মৌসুমে কিলিয়ান এমবাপ্পে যোগ দেয়ায় রিয়াল মাদ্রিদ আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলেই ভেবেছিল সবাই। কিন্তু গত মৌসুমের ধার এবার নেই রিয়ালের খেলায়। লস ব্লাঙ্কোদের হয়ে এখনও নিজের সেরাটা দেখাতে পারেননি এমবাপ্পে। রিয়ালও নেই চেনা ছন্দে। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠেও ভুগল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের জোরেই প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়েই ফিরেছে তারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) অ্যানোয়েতায় স্বাগতিক রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুটি গোলই পেনাল্টি থেকে পেয়েছে রিয়াল। ভিনিসিউস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে স্পটকিক থেকে গোল করেন। ম্যাচে স্বাগতিকদের তিনটি শট ক্রসবারে প্রতিহত না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।

এই জয়ে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে।

প্রথমার্ধে কোনো দলই গোল করতে না পারলেও আক্রমণে সোসিয়েদাদই এগিয়ে ছিল। এই অর্ধেই তাদের দুটি শট পোস্টে প্রতিহত হয়। ২৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া লুকা সুসিকের শট পোস্টে লাগলে হতাশ হয় সোসিয়েদাদ।

৩৬ মিনিটে সোসিয়েদাদের ফরোয়ার্ড শেরালদো বেকারের শট ক্রসবারে লাগে।

রিয়ালও সুযোগ পেয়েছিল। ১৮ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস ধরে ডানপ্রান্ত দিয়ে ঢুকে পড়েছিলেন এমবাপ্পে। একজনকে কাটিয়ে এই ফরাসি ফরোয়ার্ড যে শট নেন, তা রুখে দেন সোসিয়েদাদের গোলরক্ষক অ্যালেক্স রোমেরো। ২৯ মিনিটে লুকা মদ্রিচের ফ্রি-কিকে হেড নেন রুডিগার। কিন্তু সেই হেড ফিরিয়ে দেন রোমেরো।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে আরও একবার বেঁচে যায় রিয়াল। সুসিকের বাঁ পায়ের আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

৫৭ মিনিটে স্পটকিক থেকে পাওয়া গোলে এগিয়ে যায় রিয়াল। আর্দা গুলারের জোরাল শট বক্সে সোসিয়েদাদের গোলরক্ষক গোমেসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে গোল করেন ভিনিসিউস। চলতি মৌসুমে এটি লিগে তার দ্বিতীয় গোল। এই দুটি গোলই তিনি পেনাল্টি থেকে করেছেন।

৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করেন ফরাসি তারকা। লিগে প্রথম তিন ম্যাচে গোল না পেলেও শেষ দুই ম্যাচেই করলেন তিন গোল।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে এমবাপ্পেকে তুলে এনদ্রিককে নামান কোচ আঞ্চেলত্তি।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM