মঙ্গলবার | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে বিতর্ক: ‘এর চেয়ে ভালো পদত্যাগপত্র নীলক্ষেত থেকে বানানো যায়’

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক, এক্সসহ নানা সামাজিক মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ পত্রের একটি ছবি ভেসে বেড়াচ্ছে যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পদত্যাগ পত্রের ভাষা এবং পদত্যাগের কারন সম্পর্কে যা বলা হয়েছে তাতে স্পষ্টতই এটি একটি ‘জেনারেটেড বা বানানো’ বলে অনেকেই মন্তব্য করছেন।

ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন ছিল। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সই করা সেই পদত্যাগ পত্রটি। তবে পদত্যাগ পত্রটির সত্যতা নিয়েই চলছে বিতর্ক। প্রেসিডেন্ট বরাবর ৫ আগস্ট এই পদত্যাগটি দেন বলে এতে উল্লেখ করা হয়।

পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন, “আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি।”

তিনি আরও লেখেন, “এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে।”

পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন, “গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে, এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি, আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

শেষ পর্যায়ে লেখেন, “এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে, তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি।”

রাষ্ট্রীয়ভাবে এখনও এই পদত্যাগপত্র সম্পর্কে কিছু জানানো হয়নি। শেখ হাসিনা পদত্যাগ করেননি এমন একটি কথোপকথন ভাইরাল হওয়ার পর শেখ হাসিনা বিরোধীরা এই পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। কেউ কেউ লিখেছেন, এই ‘পদত্যাগপত্রের চেয়ে ভালো পদত্যাগপত্র নীলক্ষেত থেকে বানানো যায়’।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোনালাপে তাকে বলতে শোনা যায়, তিনি পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সেই পদত্যাগ পত্রটি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team