শনিবার | ১৭ মে, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বাড়ি করে দেওয়া রাজশাহীর এমপি এনামুল গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে নিকুঞ্জ আবাসিক এলাকায় বাড়ি করে দেওয়া রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আদাবরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

মূলত: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এনামুল হক এনা গ্রুপের মালিক। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছিল। সেই তদন্ত বন্ধ হয়ে যায় মূলত: আব্দুল হামিদের হস্তক্ষেপে। এর আগে স্পিকার থাকা অবস্থায়ই আব্দুল হামিদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন এনামুল হক। বিভিন্ন সময়ে নানা উপহার সামগ্রী দেয়ার পাশাপাশি নিকুঞ্জে প্রেসিডেন্ট প্যালেস’ও করে দেন তিনি। এর প্রতিদান হিসেবে আব্দুল হামিদ তাকে নিজ সফরসঙ্গী করে কয়েকবার বিদেশে নিয়ে গেছেন। বিভিন্ন কাজে সাহায্য করেছেন। এমনকি নর্দান পাওয়ারের ইনভেস্টমেন্ট পেতে সালমান এফ রহমানের কাছে তদ্বির করেছেন।

তবে এবারে ভিন্ন মামলায় তাতে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জি. মো. এনামুল হককে গ্রেফতার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM