ডেস্ক রিপোর্ট: ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ডে প্রবেশের সময় অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে আবারও নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটল।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ফ্রান্সের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ৩ সেপ্টেম্বর ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে ১২ জনের মৃত্যু হয়। তাদের অধিকাংশই আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক ছিলেন।
ফরাসি পুলিশের একটি সূত্র জানিয়েছে, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই এটি ডুবে যায়। পাস-ডি-ক্যালে অঞ্চলের প্রিফেক্ট জ্যাক বিলান্ট জানিয়েছেন, এ বছর এখন পর্যন্ত ফ্রান্সের উপকূল থেকে চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা ৪৬ এ পৌঁছেছে।
তিনি বলেন, “উদ্ধারকারী কর্মীদের সতর্ক করা হয়েছিল যে, ৫৯ জন যাত্রী বহনকারী একটি নৌকা পাস-ডি-ক্যালের আব্লোতোস উপকূলের দিকে বিপদে পড়েছে।”
নৌকায় থাকা অপর ৫১ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেঁচে যাওয়া যাত্রীরা ইরিত্রিয়া, সুদান, সিরিয়া, মিশর, ইরান এবং আফগানিস্তান থেকে এসেছেন বলে জানিয়েছেন বিলান্ট।