নিজস্ব প্রতিবেদক: তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ‘চোর’ বলায় পেট্রোবাংলার চেয়ারম্যানের অপসারণ দাবি করেছেন তিতাস গ্যাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। একইসাথে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞ জ্বালানী বিশেষজ্ঞের পদায়নও দাবি করেছেন তারা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন তিতাস গ্যাসের কর্মকর্তারা।
ময়ানববন্ধনে অভিযোগ করা হয়, দুর্নীতিবাজ তৌফিক ই ইলাহী ও নসরুল হামিদ বিপুর সিন্ডিকটের সদস্য হলেও পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে জনেন্দ্র নাথ সরকার এখনও বহাল তবিয়তে আছেন। অন্যায়ের প্রতিবাদ করায় চেয়ারম্যানের পক্ষ থেকে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের আইনের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিতাসের কর্মকর্তা ও কর্মচারীরা।
তিতাসের কর্মীরা বলেন, জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবিলম্বে প্রতিষ্ঠানের পূর্নাঙ্গ স্বায়ত্তশাসন প্রয়োজন। মানববন্ধন থেকে আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার দাবিও জানানো হয়। এমএফ