রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ | ১৮ কার্তিক, ১৪৩১

মাইকেল জ্যাকসনের ভাই সংগীতশিল্পী টিটো মারা গেছেন

বিনোদন ডেস্ক: পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভাই ও ‘জ্যাকসন ৫’ পপ ব্যান্ডের মূল সদস্য টিটো জ্যাকসন মারা গেছেন। সোমবার টিটো জ্যাকসনের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে ৭০ বছর বয়সী এই গায়কের মৃত্যু হয়ে তা জানা যায়নি।

টিটো জ্যাকসনের মৃত্যুর খবর তার তিন ছেলে, তাজ, টেরিল এবং টিজে জ্যাকসন তারা তাদের ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন।

তিনটি পোস্টে বলা হয়েছে, ‘আমরা ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা এবং ‘রক অ্যান্ড রোল হল অব ফেমার’ টিটো জ্যাকসন আর আমাদের মধ্যে নেই। আমরা ব্যথিত ও মর্মাহত। আমাদের বাবা একজন দারুণ ব্যক্তিত্ব ছিলেন, যিনি সব সময় সবার কল্যাণের কথা ভাবতেন। আপনাদের মধ্যে কেউ কেউ তাকে কিংবদন্তি ‘জ্যাকসন ৫’ এর টিটো জ্যাকসন হিসেবে চেনেন, কেউ কেউ তাকে চেনেন ‘কোচ টিটো’ নামে, কেউবা আবার তাকে ‘পপ্পা টি’ নামে চেনেন। তবে তিনি চিরকাল আমাদের কাছে ‘টিটো টাইম’ হয়ে বেঁচে থাকবেন।’

১৯৬৪ সালে গড়ে তোলা ‘জ্যাকসন ৫’ ব্যান্ডে টিটো জ্যাকসন ছিলেন ব্যান্ডের গিটারিস্ট এবং ব্যাকগ্রাউন্ড ভোকাল। ১৯৮০ সালে জ্যাকসন ভাইবোনদের হলিউড ওয়াক অব ফেমে একটি তারকা দিয়ে সম্মানিত করা হয় এবং ১৯৯৭ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

১৯৫৩ সালের ১৫ অক্টোবর তার জন্ম। ২০০৯ সালের জুনে মারা যাওয়া মাইকেল ছাড়া তার বাকি ভাইবোনেরা এখনও বেঁচে আছেন।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM