স্পোর্টস ডেস্ক: গত জুলাইয়ে কোপা আমেরিকা শিরোপা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান অ্যাঞ্জেল ডি মারিয়া। লিওনেল মেসি আর কতদিন খেলবেন তা নিয়ে রয়েছে অনিশ্চিয়তা। ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়েও রয়েছে জল্পনা-কল্পনা।
এখন প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনায় কারা হতে পারেন এ দুই মহাতারকার বিকল্প? এ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। দুই কিংবদন্তির বিকল্প নিয়ে ভাবতে নারাজ আর্জেন্টাইন কোচ।
দুই মহাতারকাকে নিয়ে আর্জেন্টিনাকে কোপা ও বিশ্বকাপ জেতানে এ কোচ বলেন, ‘তাদের কোনো বিকল্প হয় না। তারা এমন কোনো খেলোয়াড় নয়, যাদের বিকল্প তৈরি করা যায়। ফিদেও (ডি মারিয়া) আর ফিরবে না। আমরা তার জায়গায় কোনো বিকল্প তৈরির চেষ্টা করব না, কারণ এটা ভুল হবে। তার মতো কেউ নেই। সে রাইট এবং লেফট উভয় দিকেই দলকে সার্ভিস দিয়ে গেছে। আমরা এমনই একজন খেলোয়াড়কে খোঁজার চেষ্টা করব।’
জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন ডি মারিয়া। আর ইনজুরির থেকে ফিরলেও আর্জেন্টিনার হয়ে খেলা হয়নি মেসির। ডি মারিয়াকে আর পাওয়া যাবে না এটা নিশ্চিত। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে দুই ম্যাচ মিস করা মেসি, আর্জেন্টিনার স্কোয়াডে ফিরতে পারেন অক্টোবরে।
এ দুজনকে ছাড়া কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ, এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘আমি বলছি না যে সব বদলে ফেলতে হবে, কিন্তু খেলার ধরনটা বদলে ফেলা যেতে পারে। কারণ, তারা তো এখন নেই।’
একে