বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে ‌‘ইলিশ’ দেওয়া নিয়ে যা বললেন ফারুকী

বিনোদন ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছর বাংলাদেশ থেকে ভারতে হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়। বিশেষ ক্ষেত্রে উপহারও পাঠানো হয়। তবে এবার দেখা যাচ্ছে ভিন্নচিত্র। দেশের জনগণকে প্রাধান্য দিয়ে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তবর্তী সরকার। তবে এ সিদ্ধান্ত বদল করার অনুরোধ জানিয়ে ইতিমধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারতের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন ফিশ ইমপোর্টার অ্য়াসোসিয়েশন।

ভারতে ইলিশ না পাঠানোর এমন সিদ্ধান্তের মাঝেই এ বিষয়ে মুখ খুললেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করে জানালেন, দুর্গাপূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে তিনি খুশি হতেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক পোস্টে ফারুকী বলেন, ‘আনপপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না। আমি চিরকাল আমাদেরকে উদার, উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিল কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেয়া। এটা বেশিরভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগে নাই।’

এই নির্মাতা আরও বলেন, ‘আপনি মোদি সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন। আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধুও মোদিরর তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে একশো কোটি মোদি নিশ্চয়ই না। যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া খান না। ভারতের ভিতরেও যে কত ভারত আছে। যাই হোক, পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম।’

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ দুই দেশর মধ্যেই শুল্কমুক্ত সুবিধায় ইলিশ রপ্তানি হয়। তবে এবার দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। যে কারণে শেখ হাসিনার আমলে শুরু হওয়া এই ‘ইলিশ কূটনীতি’ নতুন চ্যালেঞ্জে পড়েছে। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team