নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত কাজে যোগদান করেননি। গত ১ আগস্ট থেকে তারা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার্স।
এতে বলা হয়, কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে একজন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), সাতজন অতিরিক্ত ডিআইজি, দুইজন পুলিশ সুপার (এসপি), একজন অতিরিক্ত পুলিশ সুপার, পাঁচজন সহকারী পুলিশ সুপার, পাঁচজন পুলিশ পরিদর্শক, ১৪ জন এসআই ও সার্জেন্ট, নয়জন এএসআই, সাতজন নায়েক ও ১৩৬ কনস্টেবল রয়েছেন।
এতে আরো বলা হয়, এসব পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে অতিবাস (ছুটিতে গিয়ে না আসা) ৯৬ জন, গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে অনুপস্থিত ৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এমএফ