রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ | ১৮ কার্তিক, ১৪৩১

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণকারী সেই মিজান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় গেল ১৮ জুলাই ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে অভিযুক্ত কিশোর গ্যাং লিডার মো. মিজানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গত সোমবার ভোর পৌনে ৪টার দিকে নগরের বায়েজিদ বোস্তামির হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজান নগরের বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া আলী চেয়ারম্যান বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, বায়েজিদ বোস্তামী থানার হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনির ভাড়া ঘরে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য মজুত করেছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর পৌনে ৪টার দিকে অভিযান চালায় র‍্যাবের একটি দল। একপর্যায়ে সেখান থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে মিজানের বসতঘরের ভেতরে টয়লেটের উপরে বাঁশের তৈরি মাচার থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ও ১টি টিপ চাকু উদ্ধার করা হয়।

শরীফ-উল-আলম আরও জানান, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন গ্রেপ্তার মিজান। তার অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ভাইরাল হয়। মিজান আন্দোলন চলাকালীন নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ থানার নাশকতার মামলায় সরাসরি সম্পৃক্ত ছিল বলে জানা যায়।

মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ ও ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের বায়েজিদ বোস্তামি থানায় হস্তান্তর করা হয়েছে। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM