নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবদুল ওয়াদুদ হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক কাউন্সিলর আ স ম ফেরদৌস আলমকে (৭৫) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য নিশ্চিত করে জানান, আবদুল ওয়াদুদ হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ স ম ফেরদৌস আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। একই রাতে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এমএফ