বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পদোন্নতি পেয়ে সচিব হলেন তিন কর্মকর্তা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাইফুল্লাহ পান্না

নিজস্ব প্রতিবেদক: পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন তিন অতিরিক্ত সচিব। এদের মধ্যে একজন ছিলেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকার তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পদায়ন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ভূমি আপিল বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহ পান্না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরীন জাহান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান।

মো. সাইফুল্লাহ পান্নাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব করা হয়েছে। নাসরীন জাহানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এছাড়া মো. হাফিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) করা হয়েছে। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team