বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আগারগাঁও-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খামারবাড়িতে মেট্রোরেল অবকাঠামোর পিলার ও গার্ডারের মাঝের একটি রাবার প্যাড খুলে গেছে। এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উচ্চপর্যায়ের একটি সূত্র আজ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলছে, মেরামতের কাজ চলছে।

আজ সকালে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুকে পেজে জানানো হয়, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভুইয়া আজ সকাল সোয়া ১০টার দিকে বলেছিলেন, ‘মেট্রোরেল চলাচল বন্ধ হয়েছে সাময়িকভাবে। তবে কোন ধরনের কারিগরি ত্রুটির জন্য এটা হলো, তা নিশ্চিত হতে পারিনি। খুব তাড়াতাড়ি আবার রেল চালু হবে আশা করছি।’

এখন ডিএমটিসিএলের উচ্চপর্যায়ের সূত্র থেকে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার কারণ জানা গেল।

সরেজমিনে দেখা গেছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল আসছে। আগারগাঁও থেকে মতিঝিল যাচ্ছে না। তাই যাত্রীরা আগারগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হচ্ছেন। এরপর তাঁরা হেঁটে গন্তব্যে যাচ্ছেন। এতে যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team