পায়রানিউজ ডেস্ক: রপ্তানি বাণিজ্যের আড়ালে মানিলন্ডারিং-এর মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০০০ কোটি টাকা) বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি মোতাবেক পরিচালিত সিআইডির অনুসন্ধানে দেখা গেছে, সালমান এফ রহমান ও তার ভাই এ এস এফ রহমানের স্বার্থ-সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট ১৭টি প্রতিষ্ঠান ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মূদ্রায় প্রায় ১০০০ কোটি টাকা) মূল্যের পণ্য বিদেশে রপ্তানি করেছে।
কিন্তু পণ্য রপ্তানি করলেও সেই টাকা তারা আর দেশে আনেনি। এভাবেই তারা বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার করতো।
অথচ, বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী, পণ্য রপ্তানি করার পর রপ্তানিমূল্য চার মাসের দেশে ফেরত আনার বাধ্যবাধকতা আছে।
বিদেশে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে বেশিরভাগ পণ্যই পাঠানো হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলংকসহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির পর রপ্তানি মূল্য আনা হয়নি। সূত্র: বিবিসি বাংলা
একে