শুক্রবার | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

২৫ বছর অভিনয় করেও চ্যালেঞ্জের মুখে কারিনা

বিনোদন ডেস্ক: ২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক হয় কারিনা কাপুরের। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করে বলিউডে জনপ্রিয় হয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, আগামী বছর বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমায় অভিনয়ের জন্য ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছেন কারিনা।

এই ছবিতে কারিনার চরিত্রটি একেবারেই অন্যরকম। এর আগে এ ধরনের চরিত্রে তাকে কেউ ভাবতেও পারেননি। এই চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে প্রথম বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন কারিনা।

সম্প্রতি প্রযোজক হিসেবে প্রথমবার আত্মপ্রকাশ করেছেন কারিনা। পাশাপাশি কোনো থ্রিলার ছবিতে গোয়েন্দার চরিত্রেও প্রথমবার পর্দায় দেখা গিয়েছে অভিনেত্রীকে। মুক্তি পেয়েছে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। এ সিনেমায় একাধারে তিনি একজন মা আবার একজন গোয়েন্দা।

বাকিংহামের এক মৃত্যুর রহস্য সমাধান করতে দেখা যায় অভিনেত্রীকে। সন্তান হারানোর পর কিভাবে কারিনা সত্য সন্ধানে পুলিশের সঙ্গে কাজ শুরু করেন তারই ঝলক তুলে ধরা হয়েছে ছবিতে।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team