মঙ্গলবার | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে ভয়ে ফোন ধরতেন না পাভেল

বিনোদন ডেস্ক: অন্যান্য তারকাদের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজপথে নেমেছিলেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেল। সম্প্রতি আন্দোলনের অভিনেতার একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেখানে দেখা যাচ্ছে, একদল তরুণের সঙ্গে পথে স্লোগান দিচ্ছেন পাভেল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই মিছিলে অংশ নেওয়ায় অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ভক্তরা।

আন্দোলন-সংগ্রাম শেষে নিজের ছন্দে ফিলেছেন পাভেল। অভ্যুত্থানের কোনো ‘ক্রেডিট’ নিতে চান না এই অভিনেতা। দেশ স্বাধীন ও আন্দোলনের সব ক্রেডিট ছাত্র-জনতাকে দিতে চান তিনি। সবার মতো নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন পাভেলও। তবে নিজের কাজটাই ঠিকমতো করে যেতে চান তিনি।

এ প্রসঙ্গে গণমাধ্যমে পাভেল বলেন, আমি যেটা পারি, সেটা হচ্ছে অভিনয়। আমি সেটাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আন্দোলনে যাওয়ার পর থেকে ভয়ে ছিলাম। ভয়ে ফোন ধরতাম না।

বৈষম্যবিরোধী আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করে অভিনেতা বলেন, অনেকে মিছিলের ভিডিও দেখে ফোন দিতো। ভয়ে ফোন ধরতাম না। ভয় কাজ করতো, যদি সরকার ক্ষমতা না ছাড়ে, আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। পরিবারকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কি না, তাদের নিরাপত্তা নিয়ে ভয় ছিল।

নতুন কাজ প্রসঙ্গে তিনি বলেন, দেশ স্বাধীনের পরপরই শুটিংয়ে ফিরতে হয়েছে। বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ ছিল। এগুলো কাজ কমিটমেন্টের কাজ, এ জন্য দ্রুত কাজে ফিরতে হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটা একক নাটকেও অভিনয় করেছি। নতুন দুইটা ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছি। একটা রায়হান রাফির, অন্যটার কথা এখন বলা যাবে না।

বর্তমানে উত্তরায় একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন পাভেল। পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’র মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। মঞ্চের কৌতুক অভিনেতা থেকে পাভেল এখন পুরোদস্তুর অভিনেতা। বিশেষ করে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team