আব্দুল কাদের জিলানী: ছাত্র- জনতার অভ্যুত্থানে ভয়াবহ দানাব ফ্যাসিবাদি হাসিনার পতন হয়েছে। আজ সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আজ আমরা মুক্ত বাংলাদেশে বসবাস করছি। আমরা যদি আবার আওয়ামী লীগের মতো আচরণ শুরু করি তাহলে কি আমরা টিকে থাকিতে পারব? তাদের মতো একই আচরণ করলে আমাদেরও এই দশা হবে।
মির্জা ফখরুল বলেন, সাবেক এমপি দবিরুল ইসলাম ‘হিন্দু সম্প্রদায়ের জমি দখল করতো, হিন্দুদের মন্দির ভেঙে বিএনপি উপর দোষ চাপাতো মামালা দিত। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের আমানত। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। সামনে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা আসছে, পূজাকে কেন্দ্র করে কোথাও যেন অঘটন না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হাসিনা সরকার প্রায় দুই হাজার মানুষকে খুন করেছে । কারও হাত, কারও পা , কারও মাথার খুলি উড়ে গেছে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৬-১৭ বছরে আমরা অনেক জেল জুলুম নির্যাতন সয্য করেছি। শেখ হাসিনা আমাদের অন্যায়ভাবে জেল–জুলুম ও নির্যাতন করেছে। বিএনপি , জামায়াত করার অপরাধে, নেতাকর্মীদের জেলে রেখেছে । সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাকে অবশেষে ভারত পালিয়ে যেতে হয়েছে।