মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় যুক্ত হচ্ছেন আরও নতুন ৫ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:  অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি আরও বড় হচ্ছে। নতুন করে আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন।বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।নতুন উপদেষ্টাদের শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে শপথ পাঠ করানো হবে। তবে তাদের নামপরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা।
গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে  ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ উপদেষ্টা শপথ নেন। দুইদিন পর শপথ নেন আরও তিন উপদেষ্টা।
এখন পর্যন্ত শপথ নেওয়া ১৬ উপদেষ্টা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর আ ফ ম খালিদ হাসান, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম, অধ্যাপক বিধান রঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক এবং সুপ্রদীপ চাকমা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাদেরকে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team