স্পোর্টস ডেস্ক: কোনো তর্ক ছাড়াই আল নাসরের ইতিহাসে সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে মাঠ কিংবা মাঠের বাইরে তার ওপর একটু বেশিই ফোকাস থাকে। আর এমন জনপ্রিয়তা তাকে বাড়তি গুরুত্ব দিতে বাধ্য করে টিম ম্যানেজমেন্টকে। শোনা যায়, আল নাসরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বেশ প্রভাব খাটান রোনালদো।
রোনালদো আল নাসরে যাওয়ার পর দুবার কোচ পাল্টিয়েছে ক্লাবটি। গত বছর এপ্রিলে রুডি গার্সিয়াকে বরখাস্ত করে আল নাসর। আর সম্প্রতি ছাঁটাই করা হয়েছে লুইস কাস্ত্রোকেও। অনেকের ধারণা এই দুই কোচের চাকরি যাওয়ার পেছনে বড় প্রভাব আছে রোনালদোর।
তবে আল নাসরের প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গার দাবি, রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না, অধিনায়ক হিসেবে শুধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আল নাসরের একটি অনুষ্ঠানে ফিয়েঙ্গা বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের অধিনায়ক এবং সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়; শুধু কৌশলের দিক থেকে নয়, আচরণগত দিক থেকেও। তবে স্পষ্ট করেই বলছি, ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করে না। বিশ্বের ১ নম্বর খেলোয়াড় হিসেবে শুধু আমাদের দিকনির্দেশনা দেয় যে আমাদের কোথায় যেতে হবে এবং কোন কোন লক্ষ্যে পৌঁছাতে হবে। সে একজন বিজয়ী এবং আমরাই ওকে বলি, কীভাবে জিততে হয়, তা যেন সে আমাদের শেখায়।’
‘আমরা ওকে নিয়েই এ বছর (শিরোপা) জিততে চাই এবং সম্ভাব্য সেরা লক্ষ্যে পৌঁছাতে চাই। ক্রিস্টিয়ানো আমাদের দলে অংশ। আমরা ওকে দলে পেয়ে খুব খুশি। আমরা ধাপে ধাপে উন্নতি করব।’-যোগ করেন তিনি। এআরএস