রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ | ১৮ কার্তিক, ১৪৩১

ইরানের জাতীয় সংগীতকে অসম্মান, মাফ চাইলেন আফগান মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে চলছে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ৩৮তম এই সম্মেলনের উদ্বোধনী দিনে ইরানের জাতীয় সংগীত গেয়ে শুরু করা হয় সম্মেলন। এ সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে অস্বীকৃতি জানান আফগানিস্তানের তালেবান হজ ও ওয়াক্‌ফ বিষয়ক উপমন্ত্রী আজিজোররহমান মনসুর।

আফগান এই মন্ত্রী এমন কর্মকাণ্ডের পর ইরানের কর্মকর্তারা ব্যাপক সমালোচনা শুরু করেন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, শেষমেশ ওই কর্মকর্তা তার এমন কার্যকলাপের জন্য এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের জন্মভূমিতে গান বাজলে আমরা বসে থাকি এবং আমি আমাদের রীতিই অনুসরণ করেছি। এরপর তিনি অনুশোচনা প্রকাশ করেন।

এর আগে জাতীয় সংগীত অবমাননার দায়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগান রাষ্ট্রদূতকে তলব করেছে।

স্থানীয় ইরানি মিডিয়ার বরাতে বলা হয়েছে, আফগান মিশনের ভারপ্রাপ্ত প্রধান ইরানের প্রতি তার জাতির গভীর শ্রদ্ধার কথা তুলে ধরেছেন। সেইসঙ্গে মনসুরের এমন কার্যকলাপ ব্যক্তিগত হিসেবে উল্লেখ করেছে আফগান দূতাবাস। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM