শুক্রবার | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে বৈঠক হবে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, সব সমস্যা সমাধান করে আমরা পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৫৭ সদস্যের প্রতিনিধি দল আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে। তবে আগামীকালই রওনা হবেন পররাষ্ট্র উপদেষ্টা।

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে পৌঁছানোর আগেই নরেন্দ্র মোদি নিউইয়র্ক ত্যাগ করবেন বলেই তাদের মধ্যে বৈঠক হবে না।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বের বিভিন্ন বক্তব্যের কারণে দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার কারণে মোদি ও ইউনূসের মধ্যে বৈঠক হচ্ছে না। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অতীতে ভারতের শীর্ষ নেতাদের থেকেও বিভিন্ন মন্তব্য এসেছে। সুতরাং এটা বৈঠক না হওয়ার কারণ নয়।

তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে ভারতের অনেক মন্তব্য বাংলাদেশের পছন্দ হয় না। এটি বড় সমস্যা নয়। আমরা আমাদের প্রতিবেশী পরিবর্তন করতে পারি না, শুধুমাত্র সুসম্পর্ক বজায় রেখে সহাবস্থান করতে পারি। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team