নিজস্ব প্রতিবেদক: ব্যাংকসহ অর্থনীতি ধ্বংসকারীরা আবারো যদি এই খাত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের সাথে কোন আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে এ কথা জানান দলটির নেতারা।
সম্মেলনে বক্তারা বলেন, গেল ১৫ বছর ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেননি। এখন সবাই একসাথে মিলে স্বচ্ছতার ভিত্তিতে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বিগত সময়ে যারা অর্থনীতি ধ্বংস করেছে, তাদের চিন্তার বাইরে নতুন করে সবকিছু গড়তে হবে।’
ব্যবসায়ী সম্মেলনে মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন। এমএফ