রবিবার | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩ ফাল্গুন, ১৪৩১

আল জাজিরার অফিসে ইসরায়েলি সৈন্যদের হানা, বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতে অবস্থিত আল জাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। একই সঙ্গে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা আল জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে রোববার (২২ সেপ্টেম্বর) সকালে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করেন। তবে কী কারণে অফিস বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি।

আল জাজিরার আরবি সংস্করণে লাইভ সম্প্রচারে দেখানো হয়, একজন ইসরায়েলি সেনা আল ওমরিকে বলেন, ৪৫ দিনের জন্য অফিস বন্ধে আদালতের নির্দেশ রয়েছে।

ওই সেনা আরও বলেন, এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে এখান থেকে চলে যান।

গত মে মাসে ইসরায়েলের অভ্যন্তরে আল জাজিরার সম্প্রদার নিষিদ্ধ করে দেশটির সরকার। এরপরই রোববার অফিসে অভিযান চালানোর ঘটনা ঘটে।

টেলিফোনে পশ্চিম তীর থেকে আল জাজিরার সাংবাদিক নাদি ইব্রাহিম বলেন, ইসরায়েলের অভ্যন্তরে প্রতিবেদন না করতে দেওয়া এবং অফিস বন্ধের নির্দেশ আশ্চর্যের কোনো বিষয় নয়।

ইব্রাহিম বলেন, ব্যুরো অফিস বন্ধ করার জন্য আমাদের আগেই হুমকি দেয়া হয়েছিল। আমরা শুনেছি এটা ইসরায়েলি সরকারের সিদ্ধান্ত। কিন্তু সেটি যে আজকেই ঘটবে তা প্রত্যাশার ছিল না।

এদিকে গাজা যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি রিপোর্টারদের ওপর ইসরায়েলি সরকারের নিষেধাজ্ঞা এবং হামলার বিষয়ে নিন্দা জানিয়েছে মিডিয়া অধিকার গোষ্ঠী।

গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে এ পর্যন্ত ১৭৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM