বুধবার | ৪ ডিসেম্বর, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১

চলন্ত মোটরসাইকেলে ফেসবুক লাইভ, দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল চালিয়ে পদ্মা সেতু পার হচ্ছিলেন দুই আইনজীবী। একজন ছিলেন ফেসবুকে লাইভে। লাইভ চলা অবস্থায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্যজন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়ে লাইভের ভিডিওতে। নিহত ইনজামুল হক সুমন (৩৪) ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তাঁর বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধাকান্দি এলাকায়। তার সাথে থাকা আরেক শিক্ষানবিশ আইনজীবী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুরে সুমন ও আতিক ঢাকা থেকে মোটরসাইকেলে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশে রওনা হন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তারা পদ্মা সেতু পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন মারা যান। গুরুতর আহত হন আতিক হাসান।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM