স্পোর্টস ডেস্ক: অবলীলায় গত আইপিএলে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও তিনি নামতেন ব্যাটিং অর্ডারের শেষের দিকে। সামনের আসরেও তার খেলার সম্ভাবনা প্রবল। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, নিলামের আগেই তাকে রিটেইন করবে চেন্নাই সুপার কিংস।
আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। এই দলের হয়েই আইপিএলের প্রথম মৌসুম থেকে খেলছেন ধোনি। ভালোবেসে স্থানীয়রা তাকে ডাকে ‘থালা’ নামে। ধারণা করা হচ্ছিল ২০২৪ আসরের পর আইপিএল থেকেও অবসর নেবেন ধোনি। তবে সমর্থক ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের ভালোবাসায় অন্তত আরও একটা মৌসুম খেলবেন এমএসডি।
ধোনিকে নিয়ে দোটানায় ছিল সিএসকে কর্তৃপক্ষ। কারণ আগামী আসর সামনে রেখে হবে মেগা অকশন। সেই অকশনের আগে ধোনিকে রিটেইন লিস্টে চেন্নাই রাখবে কি না, এ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল ভারতজুড়ে। তবে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে, তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে ধোনি ও সিএসকে ভক্তদের মনে।
আসছে মেগা অকশনে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার রিটেইন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বাকিদের নাম যাবে নিলামের টেবিলে। গুঞ্জনমতে, চেন্নাইয়ের সেই পাঁচ জনের তালিকায় আছে মহেন্দ্র সিং ধোনির নামও। এছাড়াও রবীন্দ্র জাদেজা, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড, শিভম দুবে ও শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাও থাকছেন রিটেনশন লিস্টে।
কপাল পুড়তে যাচ্ছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। গেলো মৌসুমে সিএসকের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নেয়া কাটার মাস্টারকে রিটেইন করার পরিকল্পনা নেই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের। তবে চাইলে রাইট টু ম্যাচ করে আবারো ফিজকে দলে নিতে পারবে চেন্নাই।
চেন্নাইয়ে বরাবরই মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়ে এসেছেন ধোনি। সবশেষ ২০২২ মেগা অকশনের পর থেকে প্রতি মৌসুমে ১২ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। তবে নিজের শেষ মৌসুমে ফ্র্যাঞ্চাইজির সর্বনিম্ন পারিশ্রমিক পাবেন তিনি। যেটা দুই পক্ষ সমঝোতায় এসেই চূড়ান্ত করেছে। গেলো মৌসুমে ১৪ ম্যাচে খেলেছিলেন ধোনি। ৭৩ বল খেলে ১৩ ছক্কায় করেছিলেন ১৬১ রান।
একে