শনিবার | ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

এদিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের এবারের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়ার বিষয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের এবারের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতিবারের মতো এবারও সফরসঙ্গী হিসেবে শতাধিক সদস্য নিউইয়র্কে সফর করবেন।

তৌহিদ হোসেন জানান, চলতি বছর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে। বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান ছাড়াও জাতিসংঘের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা, রাষ্ট্রপ্রধানবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রধানবৃন্দ এতে অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন। সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team