সোমবার | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪ ফাল্গুন, ১৪৩১

নৌ ও পাট মন্ত্রণালয়ে সাগর চুরি নয়, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নৌ-পরিবহন ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমি দুইটি মন্ত্রণালয়ে আছি-এখানে সাগর চুরি নয়, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সর্বশেষ ১৫ বছর যে সরকার ছিল তারা পুরো সিস্টেম করাপ্ট করে ফেলেছে। এখান থেকে বের হয়ে আসা খুবই ডিফিকাল্ট। এমন কোনো ডিপার্টমেন্ট, এমন কোনো সিস্টেম নাই যে করাপ্ট করা হয়নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো শেষ করে ফেলা হয়েছে। আমরা চেষ্টা করছি এগুলো ঠিক করার।

তিনি আরও বলেন, নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ভয়াবহ দুর্নীতি হয়েছে। সরকারি পাটকল একটাও চলছে না, আমরা চেষ্টা করছি সেগুলো লিজ দিয়ে চালু করার। তবে ২-৩ বছরে সব ঠিক করা সম্ভব না। এ সময় তিনি দুর্নীতি রোধে দেশবাসীর কাছে সহায়তা কামনা করেন।

সাখাওয়াত হোসেন বলেন, নৌ মন্ত্রণালয়ে কিছু কিছু প্রজেক্ট আছে, অনেকে জানেই না এই প্রজেক্টগুলো কেনো নেওয়া হয়েছে। এগুলো দেশবাসীর সহায়তা ছাড়া ঠিক করা সম্ভব না।

এ সময় বাংলাদেশের মেরিন সদস্যদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, দুবাই ও সিঙ্গাপুর অ্যাম্ব্যাসেডিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে।

পাহাড়ে চলমান সমস্যা নিয়ে উপদেষ্টা বলেন, আইনের মধ্যে সবাইকে চলতে হবে। শক্ত একশন নেওয়া উচিৎ আইনভঙ্গকারীদের বিরুদ্ধে। পাহাড়ে সব সময় সমস্যা ছিল। সেখানে বাঙালি-অবাঙালি বাদে ছোট-বড় ১৩ থেকে ১৪টি কমিউনিটি আছে। তাদের মধ্যে সৌহার্দ্যের ব্যাপার আছে। সৌহার্দ্য বজায় রাখতে হলে অপাহাড়ি যারা আছেন তাদের পাহাড়িদের দুঃখ-বেদনা বুঝতে হবে। কেউ যেন ইন্ধন যোগাতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। সম্প্রীতি বজায় না রাখলে সবারই ক্ষতি।

দুই দিনের সফরে এসে রোববার বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করেন নৌ-পরিবহন ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM