শুক্রবার | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নৈশক্লাবে গোলাগুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে একটি নৈশক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বার্মিংহামের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় একাধিক বন্দুকধারী একদল লোকের ওপর এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

বার্মিংহাম পুলিশ বিভাগ সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছে, এই বন্দুক হামলায় সম্ভবত একাধিক ব্যক্তি জড়িত। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

বার্মিংহামের পুলিশ অফিসার ট্রুম্যান ফিটজেরাল্ড বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজন পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করে। এছাড়া গুলিবিদ্ধ আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান।

তিনি আরও জানান, বন্দুক হামলায় আহত কয়েক ডজন মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে অন্তত চার জনের অবস্থা আশঙ্কাজনক।

তদন্তকারীরা বলেছেন, এ ঘটনায় তারা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তাদের ধারণা, এই হামলায় পেছনে একাধিক বন্দুকধারী ছিলেন। তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team