রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ | ১৮ কার্তিক, ১৪৩১

ধর্মীয়-সাংস্কৃতিক স্থাপনা ও মাজারে হামলার প্রতিবাদে ‘আত্মার গান’

বিনোদন ডেস্ক: সারা দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং মাজারে হামলার প্রতিবাদে ‘আত্মার গান’ শিরোনামে সুফি ও ভাব গানের পরিবেশনা করেছে নাটকের দল তীরন্দাজ।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ১ নম্বর গেটে গতকাল শুক্রবার বিকেল ৫টায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তীরন্দাজের সাধারণ সম্পাদক শিল্পী জাহিদ মোহাম্মদ, হামিদ হাসান, লাঞ্জু ও রজব।

তীরন্দাজের প্রতিষ্ঠাতা কবি শাহীন রেজা রাসেল বলেন, ‘সারা দেশে “মব জাস্টিস”র নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ তীরন্দাজের সভাপতি কাজী ইবরাহীম হোসাইন রাকীব বলেন, ‘সারা দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং মাজারে হামলার সুষ্ঠু তদন্ত করতে হবে। এসব ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে হবে।’
আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার ১ নম্বর গেটে ‘আত্মার গান’ এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM