নিজস্ব প্রতিবেদক: খুলনার কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দল থেকে বহিষ্কারের পর গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়রা বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় নুরুল আমিন বাবুলসহ ১৩ জনকে আসামি করে থানায় মামলা হয়। মামলার পর তিনি পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে খুলনা মহানগরীর বয়রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কয়রা কপোতাক্ষ কলেজের সামনে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়। হামলায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামানসহ পাঁচজন আহত হন। পরে এ ঘটনায় মনিরুজ্জামান বাদী হয়ে কয়রা থানায় মামলা করেন। এতে কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুলকে প্রধান আসামি করে যুবদলের সাধারণ সম্পাদক মুহতাসিম বিল্লাহসহ ১৩ জনের নাম এজাহারভুক্ত করা হয়েছে।
শুক্রবার রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কয়রা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুলকে বহিষ্কার করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকাণ্ড এবং দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নুরুল আমিন বাবুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কয়রা থানার ওসি শাহ আলম বলেন, রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এমএফ