শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করাসহ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শর্ত উন্মুক্ত করে দ্রুত প্রজ্ঞাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ নামে একটি সংগঠন।

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিষদের মুখপাত্র মুজাম্মেল মিয়াজী ও প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন।

তারা তাদের দাবি তুলে ধরে বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করাসহ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শর্ত সাপেক্ষে উন্মুক্ত করতে হবে। চাকরিতে আবেদনের ফি সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং নিয়োগ পদ্ধতি সংস্কার করতে হবে। নিয়োগে ঘুষ ও দুর্নীতি সম্পূর্ণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বর্তমান সরকারকে কোনও গড়িমসি না করে আগামী ১ সপ্তাহের মধ্যে দাবিটি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আল্টিমেটামও জানান তারা।

ছাত্রকল্যাণ পরিষদের সঙ্গে ছাত্রলীগ ও ‘৩৫ সমন্বয় পরিষদের’ কোনও প্রকার সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করে তারা বলেন, আমরা অহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM